শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৩:২১ am
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
স্বাবলম্বী হওয়ার আশায় সৌদি আরব গিয়েছিলেন রাজশাহীর বাগমারার চার শ্রমিক। কাজ পেয়েছিলেন সৌদি আরবের একটি ফোম কারখানায়। কিন্তু অগ্নিকাণ্ডে বাগমারার চারজনসহ ৯জন বাংলাদেশি নিহত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের ৩৫০ কিমি পূর্বে অবস্থিত আল আহসা শহরের হুফুফ ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
সৌদি আরবের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মধ্যে চারজন রাজশাহীর বাগমারার , নওগাঁ দুই ও একজন নাটোরের রয়েছে।
সৌদি আরবের দূতাবাস সূত্রে এতথ্য জানা গেছে, আল আহসা ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি সোফা কারখানায় কাজ করতো রাজশাহীর বাগমারনা উপজেলার চার শ্রমিক। এরা হলেন, বাগমারা বারইপাড়া গ্রামের জফির উদ্দিনের ছেলে রুবেল হোসাইন (পাসপোর্ট নম্বর: বিসি ০২৩৭০৫৫), একই গ্রামের জমির উদ্দিনের ছেলে মোহাম্মদ সাজেদুল ইসলাম (পাসপোর্ট নম্বর: এই৬৩২৬৮৪১), শাহাদাত হোসেনের ছেলে আরিফ (ইকামা নম্বর: ২৫৩৫১৭৬৩৩৯) ও বাগমারার বড় মাধাইমুরি কাতিলা গ্রামের আনিসুর রহমান সরদারের ছেলে ফিরুজ আলী সরদার (পাসপোর্ট নম্বর: ইই ০৫৮১২৭৪)।
এছাড়াও নলডাঙ্গা খাজুরা চন্দ্রপুরগ্রামের দবির উদ্দিনের ছেলে মোহাম্মদ উবায়দুল। যার (ইকামা নম্বর: ২৩৮৪১৯৭৮৯৯)। নওগাঁর আত্রাই ঝনঝনিয়া শাহগোলা গ্রামের আইজাক প্রামানীকের ছেলে রমজান আলী যার (ইকামা নম্বর: ২৪৭২৪৭০৫৮৮) ও আত্রাই উদয়পুর গ্রামের রহমান সরদারের ছেলে বারেক সরদার। যার (ইকামা নম্বর: ২২৪৭৪৩৯৮৫০)। নিহতদের পরিবারে শোকের ছাঁয়া নেমে এসেছে। রা/অ