শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৪৬ am
আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমারা ইউক্রেনকে ছেড়ে যাবে না। যতদিন লাগুক ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াব। আমরা এক চুলও নড়ব না বলে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট।
ভিলনিয়াস বিশ্ববিদ্যালয় চত্বরে বুধবার হাজার হাজার জনতার উদ্দেশ্যে এ বক্তব্য দেন তিনি।
ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে লিথুয়ানিয়া সফররত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনকে দেওয়া প্রতিশ্রুতি থেকে আমরা সরব না। আমরা আজ, আগামীকাল কিংবা যতদিন লাগুক ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াব।
কারণ স্বাধীনতা রক্ষা করা একদিন কিংবা এক বছরের কাজ নয়। এটি সারা জীবনের, সর্বকালের কাজ। রা/অ