বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ১১:১৩ pm

সংবাদ শিরোনাম ::
ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক
রাজশাহীতে আবার মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ

রাজশাহীতে আবার মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে শুক্রবার আবার মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল মুখোমুখি হবে। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে।

শুক্রবার প্রথম ম্যাচটির পর দ্বিতীয় ম্যাচটি হবে ১৭ জুলাই। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিসিবি। এর আগে গত মে মাসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের খেলা হয় এই মাঠে। এর মধ্য দিয়ে ১৭ বছর পর রাজশাহীর মাঠে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়। এবার রাজশাহীর মাঠে খেলতে এলো দক্ষিণ আফ্রিকা দল।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ম্যাচে এগিয়ে আছে সাউথ আফ্রিকা। রাজশাহীতে শুক্রবার সকাল ৯টায় শুরু হবে সিরিজের চতুর্থ ম্যাচ। আপর ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। চতুর্থ ম্যাচের আগে বৃহস্পতিবার বাংলাদেশ ও সাউথ আফ্রিকার যুবারা মাঠে প্র্যাকটিস করেন।

রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার আরেফিন ইসলাম বলেন, খুলনায় তিন ম্যাচ খেলার পর বাংলাদেশ ও সাউথ আফ্রিকার যুবারা রাজশাহীর মাঠে দুটি ম্যাচ খেলতে এসেছেন। গত মে মাসে দর্শক প্রথম দিনই বাংলাদেশ-পাকিস্তান খেলা দেখতে পায়নি। তবে এবার প্রথম দিন থেকেই দর্শকরা মাঠে বসে খেলা দেখতে পারবেন।

এ খেলাকে কেন্দ্র করে স্টেডিয়াম ও খেলোয়াড়দের থাকার হোটেলগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে বিশেষায়িত ফোর্স কুইক রেসপন্স টিম-সিআরটি।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশ ও আফ্রিকার খেলার জন্য মাঠে ও এর বাইরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.