মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৬:৩৫ pm
প্রেক্ষিতে তিনি ২১ মার্চ রোববার সকাল ১০টায় নাচোল সরকারী কলেজের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করলেন। তিনি রংপুর কারমাইকেল সরকারি কলেজে ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর নাচোল ডিগ্রি কলেজকে জাতীয়করণ করা হয়। কলেজের তৎকালীন অধ্যক্ষ (অফিসার ইন্চার্জ) জনাব হাফিজুর রহমান গত ৩১ ডিসেম্বর/২০২০ তারিখ অবসরে গেলে কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জনাব বাদরুল ইসলামের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষামন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ২৫ জানুয়ারি/২০২১ জারিকৃত এক প্রজ্ঞাপনে নাচোল সরকারি কলেজের প্রভাষক (সমাজবিজ্ঞান) আব্দুল হান্নানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হলেও ৪৫ দিনের মাথায় গত ১১ মার্চ পূর্বের আদেশ বাতিল করে নাচোল সরকারি কলেজে নিয়মিত অধ্যক্ষ পদায়ন করা হয়। আজকের তানোর