সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৩০ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাজশাহী জেলার স্থানীয় সরকারে উপ-পরিচালক (ডিডিএলজি) সরকার অসিম কুমার। মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় তিনি মুন্ডুমালা পৌরসভায় পরিদর্শনের আসেন। এসময় পৌরসভার পক্ষে উপ-পরিচালক ডিডিএলজিকে গোলাপ ফুলের বড় একটি টপ তোড়া দিয়ে স্বাগত জানান পৌর মেয়র সাইদুর রহমান।
রাজশাহী স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) সঙ্গে ছিলেন স্থানীয় সরকারের সিনিয়র সহকারী কমিশনার আয়শা সিদ্দিকা প্রমুখ।
উপপরিচালক পৌরসভায় প্রায় এক ঘন্টা উপস্থিত ছিলেন। এসময় তিনি পৌরসভার বিভিন্ন সমস্যার বিষয়ে খোজখবর নেন। ডিডিএলজি মহোদয়কে সার্বিক তথ্য প্রদান করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন, পৌর প্রকৌশলী মনিরুল ইসলাম এবং নাজমুল হাসান। এতে পৌরসভার প্যানেল মেয়র আর সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদশনে সকল তথ্য উপাত্ত্য সঠিকভাবে পেয়ে সন্তোষ প্রকাশ করে পৌর মেয়র সাইদুর রহমানের দক্ষতার প্রশংসা করেন তিনি। এরআগে মঙ্গলবার সকাল হতে তানোর উপজেলার চাঁন্দুরিয়া ও সরনজাই ইউনিয়ন পরিষদসহ উপজেলার আরো কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন সন্ধ্যা পর্যন্ত। রা/অ