সমবার, ১৬ েপ্টেম্বর ২০২৪, সময় : ০২:৩৫ pm
মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলার মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ শুক্রবার মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক সুলতানা শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ছয়তলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পবা-মোহনপুর আসনের এমপি আয়েন উদ্দিন। মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ভবনটি নির্মাণ করবেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার ৮৫০ টাকা।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, সহকারী কমিশনার ভূমি জাহিদ বিন কাশেম, ওসি তৌহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান প্রধান শিক্ষক সোহরাব হোসেন, মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, মহব্বতপুর খানপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ মো. রেজাউল করিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহী জেলার সহকারী প্রকৌশলী সুমন রানা, উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সামাদ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রমুখ।