সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০১:৫৩ pm
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর বসুয়া এলাকায় ঋনের দায়ের মেরেঙ্গা বেগম (৪০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রাজপাড়া থানার বসুয়া অচিনতলা এলাকার ভাড়া বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। মেরেঙ্গা বেগম বসুয়ার অচিনতলা এলাকার সেরাজ উদ্দিনের স্ত্রী। তবে কেনো তিনি আত্মহত্যা করেছেন তা পরিবারের লোকজন বলতে পারছেন না।
পরিবাবরের লোকজন জানান, শুক্রবার ঈশার নামাজ পড়ে মেরেঙ্গা বেগম তার ঘরে যান। এসময় তার স্বামী সেরাজও মসজিদে নামাজ পড়তে যান। এর মাঝে মেরেঙ্গা বেগম নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেন। পরে তার এক প্রতিবেশি নারী গিয়ে তাকে ডাকাডাকি করেন। কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি বাড়ির অন্যদের বিষয়টি জানান। পরে লোকজন দরজায় গিয়ে পুনরায় তাকে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া শব্দ মেলে না। এক পর্যায়ে লোকজন তার ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় মেরেঙ্গা বেগম গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে দ্রূত তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে তারা জানতে পারেন মেরেঙ্গা বেগম মারা গেছেন। স্থানীয়রা বলছেন, তিনি দেনায় জর্জরিত ছিলেন। পাওয়ানাদারদের চাপের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন এমনটা ধারণা করা হচ্ছে।
নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের লোকজনকে থানায় ডাকা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তে অন্য কিছু বেরিয়ে আসলে পরে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। রা/অ