সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪৯ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলা এবং খরা প্রবণ থেকে রক্ষা পেতে তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব সমাজসেবক শরিফ মুন্সীর ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমান গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলের দিকে উপজেলার কামারগাঁ ইউপির মাদারীপুর বাজারে আপামর জনতার মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন তিনি।
জানা গেছে, বর্ষা মৌসুমকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় যুবদলের নেতা শরীফ মুন্সী এ বছর প্রায় তিন হাজারের মত বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ডা. আব্দুল খালেক, ওবাইদুর রহমান ও কামারগাঁ ইউপির সহকারী আনসার কমান্ডার জামিলুর রহমান প্রমুখ।
যুবদলের সদস্য সচিব শরীফ মুন্সী বলেন, খরা প্রবণ তানোর উপজেলাকে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিজ তহবিল থেকে প্রায় ৩ হাজারের মত বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়েছে। বর্ষা মৌসুমে সবাইকে বেশি বেশি গাছ রোপনের আহবান জানিয়ে তিনি বলেন, যাদের গাছ লাগানো ইচ্ছে আছে কিন্তু সামর্থ নেই ওইসব ব্যক্তিদেরকে তাঁর সাথে যোগাযোগ অনুরোধ করেন এই সমাজসেবক। রা/অ