সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৩:১৪ am
নিজস্ব প্রতিবেদক :
ভারতে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, ভারতীয় ব্যবসায়ী সংগঠনের নেতা দিলীপ সরকারের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জানানো হয় যে ভারতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। যার জন্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
হিলি ইমিগ্রেশনের ওসি আশরাফুল ইসলাম বলেন, ভারতের পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ যাত্রী পারপার স্বাভাবিক রয়েছে। আমরা পাসপোর্ট যাত্রীদের সব কাগজপত্র চেক করে তাদের ভ্রমণের সুযোগ করে দিচ্ছি। সূত্র : যুগান্তর