সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০২:০১ pm

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
রামেকে চিকিৎসা নেয়া ডেঙ্গু রোগীর সবাই ঢাকা ফেরৎ

রামেকে চিকিৎসা নেয়া ডেঙ্গু রোগীর সবাই ঢাকা ফেরৎ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বর্তমানে ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে ভর্তি হয়ে চিকিৎসা চলমান রয়েছে। রামেক হাসপাতলে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়ে যারা চিকিৎসা নিচ্ছেন তারা সবাই রাজশাহী জেলার বাইরের রোগী এবং ঢাকা ফেরত। তবে এখন পর্যন্ত রাজশাহীতেই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন এমন কোন রোগী রামেক হাসপাতালে ভর্তি হয়নি বলে নিশ্চিত করেছেন রামক হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (৭ জুলাই) সকাল পর্যন্ত রামেক হাসপাতালের তথ্যমতে, হাসপাতালের ৩০ নং ওয়ার্ডটি ডেঙ্গু ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। গত ১৯ জুন থেকে এই ওয়ার্ড চালু হলে ডেঙ্গু আক্রান্ত রোগীরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তিন জন শিশুসহ অন্য তিনজন রোগী ভর্তি আছেন।

শিশু রোগীরা হলেন রাজশাহীর বোয়ালিয়া থানার সিদরাতুল মুনতাহা। তার বয়স ১২ বছর। সিদরাতুল মুনতাহার মা জানান, ঈদ করতে ঢাকায় যান। সেখানে হালকা জ্বরসহ পেট ও মাথা ব্যাথা দেখা দেয়। জ্বরের মাত্রা অতিরিক্ত হলে গত ৩ জুলাই ঢাকা থেকে রাজশাহী চলে আসি। রাজশাহীর একটি বেসরকারি হাসপাতলে পরীক্ষা করালে ডেঙ্গু ধরা পরে। পরে উন্নত চিকিৎসার জন্য ৪ জুলাই রামেক হাসপাতলে ভর্তি করায়।

এখানে চিকিৎসা নেওয়ার পর তার ছেলের অবস্থা অনেকটা উন্নতি হয়েছে বলে স্বস্থি প্রকাশ করে বলেন, প্রথমে ভেবে ছিলাম রামেক হাসপাতালের ভালো চিকিৎসা বা পরিবেশ ভালো হবে না। তবে আল্লাহর রহমতে সেই ভাবনা দূর হয়ে অনেক ভালো পরিবেশে আমার ছেলের চিকিৎসা চলছে।

অন্য শিশু রোগী হলেন, নওগাঁর মান্দা উপজেলার মনিরা খাতুন (১৩)। কুষ্টিয়ার ভোড়ামারা উপজেলার রাহুল (১৫)। এছাড়াও আরো যারা ভর্তি রয়েছেন তারা হলেন, নাটোর সিংড়া উপজেলার বিপাশা খাতুন, গুরুদাসপুর উপজেলার সোহেল রানা এবং রাজশাহী বাঘা উপজেলার আইসিইউতে ভর্তি আছেন পাপ্পু (৪০)।

রোগীর আত্নীয়-স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, তারা সবাই ঢাকায় কেউ বেড়াতে বা কর্মরত থাকা অবস্থায় মশার কামড়ে এই রোগে আক্রান্ত হয়ে বাসায় আসে। পরে অবস্থার অবণতি হলে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু রোগী আক্রান্ত হওয়ার কথা জানতে পারে। তারা সকলেই রামেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর আগে বৃহস্পতিবার রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি ছিলো ১১ জন।

রামেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে কর্মরত মেডিকেল অফিসার ডা. এ.আর সুফায়েল আহমেদ বিপ্লব বলেন, হাসপাতালে ভর্তিরত ডেঙ্গু রোগীরা সবাই রাজশাহীর বাইরে থেকে আক্রান্ত। বেশীর ভাগ ঢাকা ফেরত। তারা আক্রান্ত হওয়ার পর বাসায় ফিরে আসেন। পরবর্তিতে রামেক হাসাপাতালে ভর্তিহয়ে চিকিৎকসা নিচ্ছেন। এই হাসপাতলে আলাদা ডেঙ্গু ওয়ার্ড গত ১৯ জুল চালু হওয়ার পর রোগীদের পর্যাপ্ত চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে। অনেক সুস্থ হয়ে বাড়ী ফেরত গেছে।

ডেঙ্গু হতে বাঁচতে তিনি সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, আগামী তিনমাস এই রোগের প্রার্দুরভাব থাকবে। এজন্য বাড়ীর আশে পাশের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়াও দিনে-রাতে ঘুমার সময় মশারি টাঙ্গানের পরামর্শ দেন। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.