শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৫৬ am
ডেস্ক রির্পোট :
জাতীয় নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে বাংলাদেশে আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৬ সদস্যের প্রতিনিধিদল। শনিবার ১৫ দিনের সফরে ঢাকা আসছেন তারা।
বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইইউর ৬ সদস্যের একটি নির্বাচন বিশেষজ্ঞ দল আগামী ৮-২৩ জুলাই বাংলাদেশ সফর করবে। এ সফরের তাদের মূল কাজ হবে নির্বাচন পর্যবেক্ষণের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিকস ও নিরাপত্তার মতো বিষয়গুলো মূল্যায়ন করা।
এছাড়া আগামী ১১ জুলাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন সম্পর্কে জানতে ঢাকা আসবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
উজরা জেয়ার সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১১-১৪ জুলাই যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার বাংলাদেশ সফর করার কথা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু জেয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন। সূত্র : একুশে সংবাদ ডটকম