শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০১:৪৬ pm
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী রাজশাহীর দুর্গাপুরে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার মামলার সাজাপ্রাপ্ত পলাতক পাঁচ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, রাজশাহীর দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ আহম্মেদকে হত্যা চেষ্টার অভিযোগে ২০০৩ সালের ২৩ মে দুর্গাপুর থানায় সাতজনকে আসামী করে মামলা দায়ের হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ আহম্মেদের দায়েরকৃত মামলায় ২০০৮ সালের ১৪ ফ্রেব্রুয়ারী রাজশাহী জেলা দায়রা জজ আমলী আদালত সকল আসামীকে ৭ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
আসামীরা আসামীপক্ষ নিন্ম আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে জামিন পান। আপিল শুনানী শেষে উচ্চ আদালতের আপিল বিভাগ ২০২৩ সালের ২৩ জানুয়ারী নিন্ম আদালতের রায় বহাল রেখে এবং প্রত্যেক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। তারপর থেকে আসামিরা পলাতক ছিলেন।
দ্র্গুাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হকের নেতৃত্বে দুর্গাপুর থানা পুলিশ পরিদর্শক নয়ন হাসানসহ সঙ্গী ফোর্স নিয়ে বুধবার দিবাগত রাতে সুখানদিঘী অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক পাঁচ আসামী গ্রেপ্তার করা হয়। এরা হচ্ছেন, উপজেলা সুখানদিঘী গ্রামের ইছাহাক আলী, হারেজ উদ্দীন, আজাদ আলী, এনতাজ আলী ও নকিম উদ্দীন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, সাজাপ্রাপ্ত পলাতক পাঁচ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রা/অ