রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২৭ am
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম নির্বাচনী গণসংযোগ, কুশল বিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময় করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন বাগমারার প্রথম ব্যারিস্টার বিএনপি নেতা সালেকুজ্জামান সাগর। তিনি বাগমারার প্রয়াত বিএনপি নেতা অধ্যাপক মকলেছুর রহমানের ভাতিজা। ব্যারিস্টার খালেকুজ্জামান সাগরের বাবা এ্যাডভোকেট মনিরুজ্জমান রঞ্জুও একজন বিএনপি জনপ্রিয় নেতা। তার জনপ্রিয়তার কারণে তিনি গনিপুর ইউনিয়ন পরিষদ থেকে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, সালেকুজ্জামান সাগর যুক্তরাজ্য লন্ডনের লিঙ্কনস ইন থেকে ২০১৩ সালে বার-এট-ল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করছেন। জন্মসূত্রে তিনি বিএনপি পরিবারের সন্তান। এক প্রতিক্রিয়া তিনি এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪, (বাগমারা) আসনে এমপি প্রার্থী হওয়ার ব্যাপারে প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
এ লক্ষ্যে গতকাল বুধবার সকাল থেকে সারাদিন ব্যাপী উপজেলার গনিপুর, শ্রীপুর, বাসুপাড়া, আউচপাড়া, নরদাশ ও গোন্দিপাড়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে ও রাস্তার মোড়ে এবং তাহেরপুর ও ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শতাধিক মোটর সাইকেলের একটি বিশাল বহর নিয়ে তিনি ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়, কুশল বিনিময় ও গণসংযোগ পরিচালনা করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন- বিএনপি নেতা আশরাফুল ইসলাম হেলাল ও আব্দুর রাজ্জাক, বাগমারা উপজেলা কৃষকদলের আহ্বায়ক প্রভাষক আব্দুল জলিল, সিনিয়র যুগ্নআহ্বায়ক জুয়েল রানা, যুগ্নআহ্বায়ক মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রাজু আহম্মেদ, জেলা ছাত্র দল সহসভাপতি আমিরুল ইসলাম ও দুলাল হোসেনসহ আরো অনেকে। রা/অ