সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৮:২৪ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর উপজেলা পরিষদ সভাকক্ষের ও প্রকৌশলী রুমের ৩টি এসির পাইপ ছাড়াও তার চুরির ঘটনা ঘটেছে। এরমধ্যে পরিষদ সভাকক্ষের দুইটি আর উপজেলা প্রকৌশলী কক্ষের একটি এসির পাইপ লাইনের তার গত মঙ্গলবার দিবাগত রাতে চুরি হয়। কিন্তু এমন চুরির ঘটনাটি বুধবার অফিস সময়ে এসে সংশ্লিষ্টরা জানতে পারেন। তবে, বিষয়টি নিয়ে তানোর থানায় আজও কোন জিডি বা মামলা করা হয়নি। উপজেলা পরিষদের এমন গুরুত্বপূর্ণ স্থানে চুরির ঘটনায় ক্যাম্পাস ছাড়াও পুরো এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
চুরি হবার ঘটনার সত্যতা স্বীকার করে তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, এরআগেও দুইবার একই কায়দায় এসির পাইপ লাইনের তার চুরি হয়েছিল। বুধবার সকালে অফিসে এসে দেখি এসি চালু হচ্ছে না। তখন পেছনে গিয়ে দেখা যায় মেশিন থেকে এসির লাইনের পাইপ তার কেটে নিয়ে গেছে চোরের দল।
প্রকৌশলী সাইদুর রহমান আরও বলেন, এমন চুরির ব্যাপারে তানোর থানার ওসিকে অবগত করেন। পরে ওসি সাহেব ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। কিন্তু এ রিপোর্ট লিখার সময় নতুন ভাবে এসির পাইপ ও তার সংযোগের কাজ করা হয় বলেও জানান ওই প্রকৌশলী।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তবে, চুরির ঘটনা নিয়ে কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এব্যাপারে মোবাইলে যোগাযোগ করা হলে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন বলেন, উপজেলা ক্যাম্পাসে এমন চুরির বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত চলাকালিন সময়ে কোন কিছু বলা সম্ভব নয় বলে এড়িয়ে গিয়ে মোবাইল সংযোগ বিছিন্ন করেন ইউএনও। তা/অ