বৃহস্পতিবর, ৩১ অক্টোব ২০২৪, সময় : ০১:১৮ am
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সাসুলোর বিপক্ষে সিরি-এ লিগে ইন্টার মিলানের শনিবারের ম্যাচটি বাতিল করা হয়েছে। একইসাথে আন্তর্জাতিক ম্যাচ খেলতে খেলোয়াড়দের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, ইটালিয়ান ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ইন্টার ডিফেন্ডার স্টিফান ডি ভ্রিজ ও মিডফিল্ডার মাথিয়াস ভেসিনো সম্প্রতি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
এর আগে গত সপ্তাহে গোলরক্ষক সামির হানডানোভিচ ও ডিফেন্ডার ডানিলো ডি’এম্ব্রোসিও করোনা পজিটিভ হয়েছিলেন। ইন্টার জানিয়েছে মিলানের স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর আগামী চারদিন ক্লাবের সব ধরনের কার্যক্রম স্থগিতের ঘোষনা দিয়েছে। এর মধ্যে সাসুলোর বিপক্ষে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ক্লাব আরো জানিয়েছে করোনায় আক্রান্ত খেলোয়াড়দের আইসোলেশনে পাঠানো হয়েছে।
একইসাথে বিভিন্ন দেশী ও বিদেশী খেলোয়াড়দের জাতীয় দলে যোগদানের ব্যপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার আবারো পুরো দলের করোনা পরীক্ষা করা হবে। বিশ^কাপ বাছাইপর্বে ম্যাচকে সামনে রেখে সব খেলোয়াড়দের চলতি সপ্তাহেই জাতীয় দলে যোগ দেবার কথা ছিল।