রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:০০ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
বাগমারায় পুলিশি নিরাপত্তায় মুক্তিযোদ্ধাদের পাল্টাপাল্টি ঈদ পুর্ণমিলনী

বাগমারায় পুলিশি নিরাপত্তায় মুক্তিযোদ্ধাদের পাল্টাপাল্টি ঈদ পুর্ণমিলনী

মো. আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্যেদিয়ে শনিবার দুপুরে রাজশাহীর বাগমারায় মুক্তিযোদ্ধাদের নিয়ে পৃথকভাবে দু’টি স্থানে পাল্টাপাল্টি ঈদ পুর্ণমিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। বাগমারা উপজেলা আ.লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষে উপজেলা সদর ভবানীগঞ্জ শিশুপার্কে সভাটি অনুষ্ঠিত হয়। অপরটি হয়, উপজেলার তাহেরপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবুল কালাম আজাদের পক্ষে মাত্র দেড়শ গজ দূরে উপজেলা সদর ভবানীগঞ্জস্থ ডাক বাংলো মাঠ চত্বরে।

দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বাগমারা উপজেলা আ.লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এবং তাহেরপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবুল কালাম আজাদের মধ্যে রাজনৈতিক দুরুত্ব সৃষ্টি হওয়ায় উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এ কারণে উপজেলা আ.লীগের ওই দুই গ্রুপের পক্ষে একই সময় মাত্র দেড়শ গজ দূরুত্বের ব্যবধানে পাশাপাশি দু’টি স্থানে মুক্তিযোদ্ধদের নিয়ে পাল্টপাল্টি ঈদ পূর্ণমিলনী সভার আয়োজন করায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সভাস্থলে এবং উপজেলা সদর ভবানীগঞ্জ পৌর এলাকায় পর্যাপ্ত পরিমান পুলিশ, দাঙ্গা পুলিশ ও ডিবি পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার তাহেরপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবুল কালাম আজাদের পক্ষে উপজেলা সদর ভবানীগঞ্জস্থ ডাক বাংলো মাঠ চত্বরে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দ্বারা। এতে বিশেষ অতিথি ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি ড. পিএম সফিকুল ইসলাম ও রাজশাহী বারের সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী জেলা আ.লীগের সহসভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাভোকেট জাকিরুল ইসলাম সান্টু, তাহেরপুর পৌর মেয়র ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, অধ্যক্ষ জিয়া উদ্দিন টিপু, রাজশাহী জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার, শ্রীপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা ও গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।

অপরদিকে, বাগমারা উপজেলা আ.লীগের সভাপতি ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষে উপজেলা সদর ভবানীগঞ্জ শিশুপার্কে আয়োজিত পাল্টা ঈদ পুর্ণমিলনী সভায় বক্তব্য দেন- বাগমারা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি মতিউর রহমান টুকু, সোনাডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, বাসুপাড়া ইউপির চেয়ারম্যান মাষ্টার লুৎফর রহমান ও বীর মুক্তিযোদ্ধা সন্তান ফখরুদ্দিন মোহাম্মাদ আগাঁ খান প্রমূখ।

এব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মাত্র দেড়শ গজ দূরুত্বের ব্যবধানে পাশাপাশি দু’টি স্থানে বাগমারা উপজেলা আওয়ামী লীগের দুইটি গ্রুপ দুইভাগে বিভক্ত হয়ে একই সময় মুক্তিযোদ্ধদের নিয়ে পাল্টপাল্টি ঈদ পূর্ণমিলনী সভার আয়োজন করায় সারাদিন ব্যাপি পুরো উপজেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করে। একারণে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দু’টি সভাস্থলে ও এর আশেপাশের এলাকায় পর্যাপ্ত পরিমান পুলিশ, দাঙ্গা পুলিশ ও ডিবি পুলিশ মোতায়েন করা হয়। তবে, ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে পাল্টাপাল্টি ঈদ পূর্ণমিলনী সভা দু’টি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান ওসি। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.