রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫৩ am
মো. আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
পূর্বশত্রুতার জের ধরে রাজশাহীর বাগমারার বানইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদের লীজ নেয়া একটি পুকুরে বিষ ঢেলে দিয়ে ৩ লক্ষাধিক টাকার চাষকৃত মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল রোববার থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের হাট দামনাশ গ্রামের বাসিন্দা বানইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ দামনাশ গ্রামের একটি পুকুর দুই লক্ষ টাকায় ৩ বছরের জন্য লীজ নিয়ে মাছচাষ করে আসছেন। সম্প্রতি ওই পুকুরে মাছচাষ করা নিয়ে গ্রামের একটি পক্ষের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে ঈদের দিন বৃহস্পতিবার ভোরে ওই পুকুরের পানিতে শত্রুতা করে বিষ ঢেলে দেয় দূর্বৃত্তরা। এতে ওই পুকুরের চাষকৃত রুই, কাতলা, মৃগেল, সিলভারকাপ, জাপানী রুই, কালবাউস ও গ্রাসকাপসহ বিভিন্ন প্রজাতীর চাষকৃত সব মাছ মরে পানিতে ভেঁসে উঠে। এতে প্রধান শিক্ষক মামুনুর রশিদের প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এটি একটি অমানবিক ঘটনা। তদন্ত সাপেক্ষে এই ঘটনার মূল হোতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রা/অ