সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৫৩ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় বিএনপির ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানে মানুষের ঢলে নেতাকর্মীরা চাঙ্গা চাঙ্গা হয়ে উঠেছে। এখন থেকে তানোরে বিএনপির সভা সমাবেশ চলতেই থাকবে বলে জানা গেছে। আজ (১ জুলাই) শনিবার বিকেলে মুন্ডুমালাহাট চত্বরে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। এসময় পৌর বিএনপির সভাপতি আজহার আলী মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোটভাই অবশরপ্রাপ্ত মেজর জেনারেল ও বেগম খালেদা জিয়ার সামরিক সচিব শরিফ উদ্দিন।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবিরের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব এমএ মালেক মন্ডল, উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক প্রভাষক নুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, কামারগাঁ ইউপি বিএনপি সভাপতি খলিলুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তুজা, সদস্য সচিব শরিফ মুন্সি, কৃষকদলের আহবায়ক আব্দুর রশিদ ও বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা কামরুজ্জামান হেনা ও সরনজাই ইউপি বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান।
এছাড়াও সাধারণ সম্পাদক মতিউর রহমান, কলমা ইউপি বিএনপি সভাপতি মনিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজানুর রহমান, পৌর যুবদলের যুগ্নআহবায়ক এমদাদুল হক, সেচ্ছাসেবক দলের নেতা সুলতান আহম্মেদ কৃষকদল নেতা ইউসুফ আলী, মুন্ডুমালা পৌর কৃষকদলের আহবায়ক আবুল বাসার, জেলা যুবদলের সদস্য রাশিদুল, ডায়মন্ড টিপু ও আব্দুর রউফ প্রমুখ।
সভাশেষে বেগম জিয়ার রোগ মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম। এসময় পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখান থেকে নেতাকর্মীদের নিয়ে প্রধান অতিথি তানোর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অসুস্থ আব্দুস সালামকে দেখতে যান।
অপরদিকে, একই দিন শেষ বিকেলের দিকে তালন্দ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দেবীপুর মোড়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মেম্বার শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদপূর্ণমিলনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান।
এসময় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিয়তুল্লার সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির অন্যতম নেতা সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তানোর পৌর বিএনপির সভাপতি একরাম আলী মোল্লা, পাঁচন্দর বিএনপির সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাটকু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হক তোফা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লা, বিএনপি নেতা মাস্টার ওবাইদুর মোল্লা, যুবদল নেতা আতিকুর লিটন, আবুল কাশেম ও ছাত্রদল নেতা মাসুদ করিম প্রমুখ। রা/অ