সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৫২ am
আসাদুজ্জামান মিঠু :
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।
সেইসাথে পৌরবাসীকে বর্জ্য অপসারণের অনুরোধে মেয়র বলেন, কোরবানী দেয়া পশুর বর্জ্য যত্রতত্র স্থানে না ফেলে নির্ধারিত জায়গায় ফেলুন। আর কোরবানী শেষে মল ও রক্ত নিজ দায়িত্বে গর্ত করে মাটিতে পুতে ফেলুন। পরিস্কার-পরিচ্ছর্নতা ঈমানের অঙ্গ।
মনে রাখবেন, এই পৌরসভা আপনার আমার সকলের। তাই সুন্দর ও পরিস্কার পরিবেশ রাখাও আপনার নাগরিক দায়িত্ব।
বিবৃতিতে মেয়র বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুন্ডুমালাবাসীসহ বিশ্বের সব মুসলমান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। ঈদুল আযহা সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালবাসার শিক্ষা দেয়। আমরা যেন পশু কোরবানির সঙ্গে অন্তরের পশুত্বকেও কুরবানী দিতে পারি।
তিনি আরো বলেন, হয়তো ইব্রাহিম (আ.) এর মহান ত্যাগ ও ইসলামের শাশ্বত শিক্ষার ভেদাভেদ ভুলে মুন্ডুমালা ও তানোরসহ পুরো দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।
মেয়র সাইদুর রহমান তানোর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও মেয়র গোলাম রাব্বানীর বেশ আস্থাভাজন ও তার পারিবারের সুপরিচিত ব্যক্তি তিনি। রা/অ