শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:০৬ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের গ্রামীণ কাঁচা রাস্তার দুই পাশে ৪০০টি তাল গাছের চারা রোপন করা হয়েছে। চলতি অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বজ্রপাত প্রতিরোধে নাচোল উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে এসব তালগাছের চারা রোপন করা হয়েছে।
এতে করে একদিকে, যেমন রাস্তাগুলো দৃষ্টিনন্দন হবে। অন্যদিকে, স্থানীয়রা এ থেকে নানা সুবিধা ভোগ করতে পারবে।
এউপলক্ষে ২৫ জুন রোববার সকাল ১০টায় নিজামপুর ইউনিয়নের ইসলামপুর সড়কের মমিনপাড়া থেকে ইসলামপুর পর্যন্ত কাঁচা রাস্তার দুই পাশে ৪০০টি তালগাছের চারা রোপনের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার নিজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুূর নূর ও উপসহকারী কৃষি অফিসার ময়েন উদ্দিন নূর এবং স্থানীয়রা।
কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ বলেন, ইসলামপুর গ্রামের দুই কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তার দুই পাশে সারি সারি তালগাছের চারা রোপন করা হয়েছে। এই চারাগুলো গরু-ছাগল থেকে রক্ষায় বাঁশের খাঁচাসহ খুঁটি দিয়ে সংরক্ষণ করে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, বজ্রপাত থেকে রক্ষায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের অধীনে উপজেলার গ্রামীণ পাকা ও কাঁচা সড়কের দুই পাশে তালগাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে। এই গাছগুলো কৃষি সম্প্রসারণ থেকে স্থানীয়দের সহযোগিতায় রক্ষণাবেক্ষণ করা হবে। রোপিত এসব তালগাছ বড় হলে একদিকে এলাকায় বজ্রপাত রোধে ভূমিকা রাখবে অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। একই সঙ্গে সড়কের মাটি ক্ষয়, ঝড়-ঝাপটাসহ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করবে।
এছাড়া স্থানীয় মানুষ এই গাছ থেকে অনেক সুবিধা পাবে। এপ্রকল্পের অধীনে পর্যায়ক্রমে আরও তালগাছের চারা রোপন করা হবে।
উপজেলার নিজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক বলেন, নিজামপুর ইউনিয়নের গ্রামের পাকা ও কাঁচা সড়কের দুই পাশে কৃষি অফিসের মাধ্যমে পর্যায়ক্রমে তালগাছের চারা রোপণ করায় আমরা খুশি। এই গাছগুলো বড় হলে মানুষ বজ্রপাত থেকে রক্ষা পাবে সেই সঙ্গে তালগাছ থেকে জ্বালানি খড়ি, তাল ও রস পাবে। এর ছায়ায় আমরা বিশ্রামও নিতে পারব, পাখিরা নিরাপদ আশ্রয় পাবে। এতে এলাকায় সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। রা/অ