শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৪৩ pm
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর উপজেলায় ২০১৯ সালের ১৪ আগস্ট রাত পৌনে ১২টার দিকে প্রতিবন্ধী নারী পপিকে (২৫) উদ্ধার করে পুলিশ। মানসিক প্রতিবন্ধী হওয়ায় ওই নারী নিজেকে পিপি ছাড়া ছাড়া কোনো ঠিকানা বলতে পারছিল না। মোহনপুর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে স্বাস্থ্য পরীক্ষা করে আদালতের মাধ্যমে সেফ হোমে পাঠান। এখন পর্যন্ত ওই নারীর পরিবারের সন্ধান পাওয়া যায়নি।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ২০১৯ সালের ১৪ আগস্ট রাত সাড়ে ১১ টার সময়ে জরুরী ‘৯৯৯’ নম্বরে ফোন করে জানান, মোহনপুর উপজেলার ধুরইল তালেবপাড়া গ্রামের মো.সাইদুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে স্থানীয়রা একজন অপরিচিত এক নারীকে আটক করে রেখেছে। রাত পৌনে ১২টার সময় তৎকালীন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই নারী জিজ্ঞাসা করে তিনি নিজেকে পিপি বলে পরিচয় দেন। এছাড়া পরিবারের কোনো সঠিক ঠিকানা দিতে পারেন নি।
এব্যাপারে মোহনপুর থানায় সাধারণ ডায়রি করা হয়। যার নম্বর- ৫৫৫, তারিখ- ২০১৯ সালের ১৪ আগস্ট। পরে রাজশাহী অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৭ এর মাধ্যমে সেফ হোমে পাঠানো হয়।
সেখানে দীর্ঘ প্রায় ৫ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রতিবন্ধী নারীর পরিবারের সন্ধান পাওয়া যায়নি। কেউ ওই প্রতিবন্ধী নারীর পরিবারের সন্ধান পেলে আদালতের মাধ্যমে সেফ হোমে যোগাযোগ করতে বলা হয়েছে। রা/অ