শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৪১ pm
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুুর উপজেলার কেশরহাট ভূমি অফিসের অফিস সহায়ক (পিয়ন) ফয়সালের আর্থিক প্রতারণায় সেবাপ্রার্থীরা অতিষ্ট হয়ে উঠেছেন। তার প্রতারণার শিকার সন্ধ্যা রানী নামের এক নারী গেলো ২০ জুন মঙ্গলবার উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কেশরহাট পৌরসভার ধামিন নওগাঁ গ্রামের বাসিন্দা সন্ধ্যা রানী (৫০)। তিনি নিজের ৫৪ শতক জমি খারিজ করতে অফিসে যান। এসময় পিয়ন ফয়সাল অফিসের বাইরে তিনি নগদ ১০ হাজার টাকার চুক্তি করেন। পরে সন্ধ্যা রানীর জামাতা বলয়ের কাছে কৌশলে তা আদায় করে নেন তিনি। টাকা নিয়ে প্রায় ৬ মাস কেটে গেলেও হয়নি সন্ধ্যা রানীর জমি খারিজ। ফিরে পাননি টাকা। নানা তালবাহানায় দিন কাটিয়ে এখন অফিস ছেড়েছেন তিনি। ফলে নিরুপাই হয়ে অভিযোগটি দায়ের করেন সন্ধ্যা রানী।
এবিষয়ে কেশরহাট ভূমি অফিসের নায়েব ইকবাল কাসেম বলেন, অফিস সহায়ক ফয়সাল উদ্দিন দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। আমরা ফয়সালের সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। এহেন ঘটনা সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদ্বয়কে অবগত করা হয়েছে।
সেবাপ্রার্থীদের সাথে প্রতারণা সম্পর্কে অফিস সহায়ক ফয়সালের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। ফলে তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এব্যাপারে মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াঙ্কা দাস বলেন, অফিস সহায়ক ফয়সালের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। উর্ব্ধতন কর্তৃপক্ষ বিষয়টি অবগত করা হয়েছে। বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রা/অ