সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:৩৩ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ, সাবেক শিল্পপ্রতিমন্ত্রী ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর ঐচ্ছিক বরাদ্দের হতবিল হতে তানোর উপজেলায় কর্মরত মুলধারার ১২ জন অস্বচ্ছল সাংবাদিককে নগদ টাকা প্রদান করা হয়েছে। আজ (২০ জুন) মঙ্গলবার দুপুরে তানোর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২ জন অস্বচ্ছল সাংবাদিকদের হাতে এমপি তার ঐচ্ছিক বরাদ্দের এসব টাকা তুলে দেন।
উপকারভোগী সাংবাদিকরা হলেন, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সিনিয়র সহসভাপতি ইমরান হোসাইন, সহসভাপতি মামুনুর রশিদ মামুন ও আশরাফুল আলম। এছাড়াও তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, সিনিয়র সাংবাদিক আলিফ হোসেন, মনিরুজ্জামান মনি, আব্দুস সবুর, সারোয়ার হোসেন, মিজানুর রহমান মিজান, আবুল কাশেম বাবু ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লেখক সামসুল আলম।
এসময় তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তানোর উপজেলা আ.লীগের সভাপতি মাঈনুল ইসলাম স্বপন, তানোর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও মহিলা লীগের সভানেত্রী সোনিয়া সরদার।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সুমন মিয়া ও উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেন প্রমুখ। তা/অ