শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩০ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাকরইল গ্রামের শিশু সিহাব (১২) পিতার অসুস্থতার কারণে তার বাবার চিকিৎসা খরচ ও সংসারের খাবার জোগাতে পিতার অটোভ্যান নিয়ে টাকা রোজগারের জন্য নাচোল বাসস্ট্যান্ডে অবস্থান করে। এই ঘটনাটি ঘটে সম্প্রতি ৭ জুন।
এমতাবস্থায় দুস্কৃতিকারীরা ছোট্ট শিশুকে টার্গেট করে তার ভ্যানের যাত্রী হয়ে তাকে নিয়ে ফতেপুর ইউনিয়নের আনোল বিলে নিয়ে যায়। পরে সেখানে মারধোর করে এবং মৃত ভেবে খাড়িতে ফেলে রেখে তার অটোভ্যানটি নিয়ে চলে যায়।
এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, উক্ত বিষয়ে অভিযোগ প্রাপ্তির পর হতে তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় মূল দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের দেওয়া তথ্যমতে উক্ত ছিনতাইকৃত অটোভ্যানটি চাঁপাইনবাবগঞ্জ সদর হতে গত ১৮ জুন উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, শিশু শিহাব ও তার অসহায় পরিবার তাদের একমাত্র উপার্জনের আটোভ্যান উদ্ধার হওয়ায় অনেকে খুশি হয়। রা/অ