শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০১:০৪ am
ডেস্ক রির্পোট :
আসন্ন কুরবানির ঈদ ঘিরে দিনাজপুরের হিলিতে জমে উঠেছে মসলার বাজার। হিলি বাজারে মসলার দোকানগুলোতে এখন ক্রেতাদের ভিড়। তবে গতবারের তুলনায় এবার মসলার দাম অনেক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। তবে ব্যবসায়ীদের দাবি আমদানিকৃত মসলার দাম বিশ্ব বাজারে বৃদ্ধি পাওয়া সবধরণের সমলার দাম বিছুটা বেড়েছে।
সোমবার (১৯ জুন) হিলি বাজার ঘুরে দেখা যায়, দেশের সীমান্তবর্তী ও স্থলবন্দর এলাকা হিলি, তাই এখানকার মসলা দামে কম ও মানে ভালো হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে মসলা কিনতে আসেন অনেকে।
হিলি বাজারে গাইবান্ধা থেকে মসলা কিনতে আসা আব্দুল আলিম বলেন, হিলিতে তুলনামূলক কম দামে মসলা পাওয়া যায় তাই প্রতি ঈদে মসলা কিনতে হিলিতে আসি। কিন্তু এবারে মসলার দাম অনেকটা চড়া। গতবারে যে সাদা এলাচ ২২শ’ টাকা দরে কিনেছি এখন সেই এলাচ ২৪শ’ টাকা কেজি দরে কিনলাম। জিরা এক কেজির প্যাকেটের দাম ৫শ’ টাকা ছিল এখন ৮শ’ টাকা।
হিলি বাজারের মসলা বিক্রেতা মোবারক হোসেন জানান, প্রতি কেজি জিরা ৮২০ টাকা, সাদা এলাচ মান ভেদে ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা, আদা ২৮০ টাকা, গোলমচির ৮০০, দারচিনি ৪৪০ টাকা, রসুন ১২০ টাকা, শুকনো মরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তিনি আরও জানান, সরবরাহ কম ও বিশ্ব বাজারে মসলার বেশি হওয়ায় দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। হিলি স্থলবন্দরের মসলা আমদানিকারক ফুরকানুল হোসেন জানান, ঈদে মসলার চাহিদার কথা বিবেচনায় জিরা, আদা ও রসুন আমদানির পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে।
এদিকে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব বলেন, এ বন্দর দিয়ে প্রতিদিন ১ থেকে ২ গাড়ি মসলাজাতীয় পণ্য আমদানি হলেও এখন ঈদকে সামনে রেখে প্রতিদিন ৫ থেকে ৬ গাড়ি করে জিরাসহ অন্যান্য মসলাজাতীয় পণ্য আমদানি হচ্ছে। ফলে বন্দরে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। রা/অ