সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৪২ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে একরাতে ৪টি মিলকারখানার বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি কামরুজ্জামান মিয়া ও ডিজিএম জহুরুল ইসলাম । মিটার চুরি করে ওই জায়গায় বিকাশ নম্বর দিয়ে টাকাও দাবি করছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। গত শনিবার দিবাগত রাতে মিটার চুরির ঘটনা ঘটে। এক শ্রেণির প্রশিক্ষিত চোর থ্রিফেজ মিটার চুরি করে গ্রাহকদের প্রতারণা করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতে বিকাশ নম্বর রেখে যাচ্ছেন। এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে তানোর উপজেলার কামারগাঁ ইউপির মালার মোড়ের চালকল মালিক জাকির হোসেন জুয়েলের, একই ইউপির বারঘরিয়া মোড়ের জব্বারের ও আলাউদ্দিনের এবং মাদারীপুর বাজারের ইলিয়াসের মিলকারখানা থ্রিফেজের বৈদ্যুতিক মিটার চুরি করছে একদল প্রশিক্ষিত মিটার চোর চক্র । তারা মিটার চুরি করে মিটারের বোর্ডে মোবাইল নম্বর দিয়ে গেছে। ওই মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ৭ হাজার থেকে ৮ হাজার টাকা দিলে মিটার ফেরত দেওয়া হবে বলে জানাচ্ছেন।
পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জহরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিলকারখানার থ্রি ফেজ মিটার চুরির বিষয়ে মিলমালিকসহ আমরা উদ্বিগ্ন। প্রতিটি চুরির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, চোরে রেখে যাওয়া মোবাইল ফোন নম্বর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে বিদ্যুৎ গ্রাহকদের মিটার সংরক্ষণে সতর্ক দৃষ্টিসহ আরো তৎপর হওয়ার পরামর্শ দেন তিনি। রা/অ