শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৭:১৭ am
বকুল হোসেন, তানোর :
রাজশাহীর তানোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)-২০২৩ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১৮ জুন) বিকেল ৫টার দিকে তানোর সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন- তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন।
এসময় আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিনের সঞ্চালনায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন- তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. লুৎফর হায়দার রশিদ ময়না। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বার্নাবাস হাসদাক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সুমন মিঞা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন প্রমুখ।
উক্ত উদ্বোধনী খেলায় প্রথম দিন পাঁচন্দর ইউনিয়ন বনাম কামারগাঁ ইউনিয়ন পরিষদ দলের খেলা অনুষ্ঠিত হয়। আগামী ২২ জুন পর্যন্ত তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২ পৌরসভা দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)-২০২৩ খেলায় অংশ গ্রহন করবে। তা/অ