শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫৪ pm
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে কাউন্সিলর মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে উভয় পক্ষে প্রায় ২০ জন আহত হয়েছে। শনিবার (১৭ জুন) বিকালে নগরীর ৭নং ওয়ার্ডের চন্ডিপুর প্রেসক্লাব মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মতিন তার সমর্থকদের নিয়ে একটি প্রচার মিছিল বের করেন। একই সাথে প্রচার মিছিল বের করে অপর কাউন্সিলর প্রার্থী রুবেল। দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে চন্ডিপুর প্রেসক্লাবের সামনে উপস্থিত হলে কাউন্সিলর প্রার্থী রুবেলের নেতৃত্বে মতির প্রচার মিছিলে ককটেল বিস্ফোরণ করে হামলা চালানো হয়।এ সময় কাউন্সিলর প্রার্থী মতির সমর্থকরা প্রতিরোধে রুবেলের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০জন সমর্থক আহত হয়। পরে খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। শেষ খবর পাওয়া পর্যন্ত চন্ডিপুর প্রেসক্লাবের মোড়ে অতিরিক্ত পুলিশষ মোতায়েন করা রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বিষয়টি নিয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মইনুল বাশার বলেন, পরিস্থিতি শান্ত আছে। সেখানে অরিক্তি পুলিশ মোতায়েন আছে। দুই পক্ষই পাল্টা হামলার কথা বলছে। এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রা/অ