শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৭:১৫ am

সংবাদ শিরোনাম ::
তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রাননাশের হুমকির মুখে সাংবাদিকরা রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন তানোর থানায় দালালের দৌরাত্ন্য বৃদ্ধি, অসহায় মানুষ দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪ রাজনীতি ও নির্বাচন থেকে আ.লীগকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ অর্ন্তবর্তী সরকারকে নিরপেক্ষ না হওয়ার আহ্বান বিএনপি নেতাদের তানোরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সাম্প্রতিক সময়ে অটোরিকশা বন্ধের দাবিতে সচেতন নাগরকবাসী
মেসির রেকর্ডের দিনে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

মেসির রেকর্ডের দিনে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

ক্রীড়া ডেস্ক :
কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচটিতে সহজেই জয় তুলে নিতে পারেনি লিওনেল স্কালোনির শীষ্যরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশ ঘাম ঝরিয়ে ২-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে মেসিরা।

যদিও সে ম্যাচের তিন গোলের তিনটিই করেন আর্জেন্টিনার ফুটবলাররা। ৩৫ মিনিটে মেসির গোলে এগিয়ে যাওয়ার পর ৫৭ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান দিগুণ করে আলবিসেলেস্তেরা। কিন্তু ৭৭ মিনিটে এনজো ফার্নান্দেজের আত্মঘাতী গোলে বুকে কাঁপন ধরিয়ে দেয় আর্জেন্টাইনদের। যদিও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের প্রায় ছয় মাস পর আবারও অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। চীনের বেইজিংয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এবারও তাসমান সাগর পাড়ের দেশ অস্ট্রেলিয়াকে ২ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিপরিতে কোনো গোল করতে পারেনি আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়া দলটি।

বৃহস্পতিবার (১৫ জুন) বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হয় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। ম্যাচে ২-০ গোলে জয় পায় বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের প্রথম ম্যাচে পরাজয়ের পর থেকে আবারও টানার জয়ের দ্বারা অব্যাহত রেখেছে মেসি বাহিনী।

ম্যাচের ৮০তম সেকেন্ডেই গোল করেন আর্জেন্টিনারা জাদুকর মেসি। এনজো ফার্নান্দেজ থেকে পাওয়া বল ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটেই গোল করেন মেসি। যা ৩৬ বছরে পা দিতে যাওয়া মেসির ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম গোল। এর আগে আর্জেন্টিনা অধিনায়কের দ্রুততম গোল ছিল ২ মিনিট ২৬ মিনিটে। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে তিনি নাইজেরিয়ার বিপক্ষে ওই গোল করেছিলেন। সে সঙ্গে এটি ছিল আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে চতুর্থ দ্রুততম গোল।

প্রথমার্ধে মেসির ওই গোলের পর দুই দলের আর কেউই কারো জালে বল জড়াতে পারেনি। বিরতির পর আলবিসেলেস্তেরা আরও আক্রমণ শুরু করে। তবে নিজেদের দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৬৮ মিনিট পর্যন্ত। ৬৮তম মিনিটে রদ্রিগো ডি পলের লম্বা ক্রস থেকে হেডে স্কোরলাইন ২-০ করেন রিয়াল বেতিস ডিফেন্ডার গেরমান পাৎসেয়া।
মেসি ও পাৎসেয়ার গোলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ১৯ জুন চলমান এশিয়া সফরের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.