শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১০:৫৭ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
উপশি রোপা আমন প্রণোদনা কর্মসূচির আওতায় নাচোল উপজেলার ১ হাজার ৮শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার ১৫ জুন বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে পরিষদ চত্বরে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষকের মাঝে রোপা আমন প্রণোদনা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়াল।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর বলেন, রোপা আমন ধানের উচ্চ ফলনশীল জাতের (উপসি) বীজ বপনের মাধ্যমে চলতি মৌসুমে উপজেলায় ৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১হাজার ৮শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা হিসেবে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে।
এ প্রনোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার পাবেন।
আমন ধান চাষে কৃষকদের উৎসাহ বাড়াতে প্রণোদনার বীজ ও সার দেয়া হয়েছে। এতে একদিকে আমন ধানের ফলন বৃদ্ধি পাবে অন্যদিকে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবে। রা/অ