সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:৪৮ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
আগামী ১৯ জুন জেলার বগুড়ায় তারুণ্যের জনসভা সফল করতে রাজশাহীর তানোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে পৌর সদরের গোল্লাপাড়া বাজারস্থ বরেন্দ্র ভবন সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর যুবদল এবং সেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রস্ততি সভাটি।
পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির অন্যতম নেতা ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক তালন্দ ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান, পৌর বিএনপির সভাপতি একরাম আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হক তোফা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মাদ আলী জিন্নাহ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান মাহফুজ, যুগ্ন আহবায়ক আতিকুর রহমান, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান ও যুগ্ন আহবায়ক আবুল কাশেম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ২০১৪ ও ২০১৮ সালে তরুন ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী জাতীয় নির্বাচন একতরফা করতে সরকার নানা তালবাহানা শুরু করেছে। তরুনরা যাতে তাদের ভোট প্রদান করে পছন্দের প্রার্থীকে বিজয়ী করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারে এজন্যই তারুণ্যের জনসভা।
কারণ তরুনরা জেগে উঠলে নিরপেক্ষ সরকার দিতে বাধ্য হবে। আগামীর বাংলাদেশ গড়বে তরুনরা। মূলত এমন লক্ষকে সামনে নিয়ে এবং দেশ সরকার গঠনে তরুনদের ভূমিকায় মুল ভূমিকা হবে। এজন্য কেন্দ্রীয় বিএনপি এমন জনসভার সিদ্ধান্ত নিয়েছেন। দলের তরুন নেতাকর্মী থেকে শুরু করে আপামর তরুনদের আগামী ১৯ জুন বগুড়ার জনসভায় যোগদানের আহবান জানান তিনি। এসময় যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রা/অ