শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২৩ pm
এম এম মামুন,নিজস্ব প্রতিবেদক :
আগামী ২১ জুন রাজশাহী সিটি কপোরেশন (রাসিক) নির্বাচনে ৭০ ভাগ ভোটারকে কেন্দ্রে নিয়ে যাওয়ার টার্গেট নিয়ে নেতাকর্মীদের দিক নির্দেশা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
সোমবার (১২ জুন) দুপুরে রাজশাহী মেডেকেল কলেজ অডিটেরিয়ামে নির্বাচন পরিচালনা কমিটির সভায় নেতাকর্মীদের এমন দিক নির্দেশনা দেন তিনি।
মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আমাদের লক্ষ্য ৭০ ভাগ ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া। সেটা আমরা করতে পারলে সব ক্ষেত্রে সফল হব। সিটি নিবার্চন নিয়ে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত।বিএনপির সকল ষড়যন্ত্রে মোকাবেলা করে নৌকার প্রার্থীকে সিটি নিবার্চনে বিজয় করতে হবে। তাই সাধারণ মানুষকে বুঝিয়ে রাজশাহী নগরীর উন্নয়ন অব্যাহত রাখতে ভোটাদের ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমানর রহমান শেখ, নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার ও আজিজুল আলম বেন্টু প্রমূখ। রা/অ