সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩৬ am
বিশ্বজিৎ চৌধুরী, তানোর :
রাজশাহীর তানোরে ১০ কেজি ওজনের ডালপালা বিশিষ্ট তাজাগাঁজার গাছসহ এক যুবককে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। ওই যুবকের নাম রহমান হোসেন মিলন (৩২)। তার বাড়ি উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির রাতৈল গ্রামে। পিতার নাম রফিকুল ইসলাম। আজ সোমবার (১২ জুন) দুপুর দেড়টায় নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে গাঁজাখোর মিলনকে আটক করা হয়। মিলন কৃষিকাজ করে। পরে বাড়ির পাশে তার জমিতে লাগানো বেশ কয়েকটি ডালপালা গজানো তাজাগাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। যার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি ও ৪ ফুট ৫ ইঞ্চি আকারের। মিলন বিক্রির উদ্দেশ্যে তিনমাস ধরে গাঁজার গাছগুলির পরিচর্যা করছিলেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. আলতাব হোসেন ও এএসআই মো. জুলফিকারের নেতৃত্বে ১০ কেজি ওজনের ডালপালা বিশিষ্ট তাজাগাঁজার গাছসহ গাঁজাখোর মিলনকে গ্রেফতার করা হয়।
ওসি আরও বলেন, অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ বিক্রয়ের উদ্দেশ্যে রোপণ ও পরিচর্যা করার অপরাধে মিলনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তা/অ