শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৪:০৬ am
‘আওয়ামী লীগের আমলে সংখ্যালঘু নির্যাতন বেড়ে যায়’— বিএনপি নেতাদের এমন অভিযোগকে কাল্পনিক ও মিথ্যাচার উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটি চৈত্রের দাবদাহে তাদের আষাঢ়ে গল্প ছাড়া আর কিছু নয়।
তিনি শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ২০০১-পরবর্তী ঘটনাবলি তদন্তে উচ্চ আদালতের নির্দেশে পরে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছিল। কমিশন নির্যাতনের ৫ হাজার ৫৭১টি সুস্পষ্ট অভিযোগ পায়, প্রকৃত চিত্র ছিল তারচেয়েও ভয়াবহ।
তিনি বলেন, বিচার তো দূরে থাক— হামলা, সন্ত্রাস, লুটতরাজের অভিযোগ পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা করতে পারেনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুঃখ করে বলেন, আজ তারা সম্প্রতির কথা বলে, মানবাধিকারের কথা বলে! এ দেশের সনাতন ধর্মের অনুসারীদের আত্মার আত্মীয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেও মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, মাইনরিটিবান্ধব শেখ হাসিনা সরকার সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে রয়েছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে সুনামগঞ্জের শাল্লায় এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে ও উসকানি দিয়ে তারা মুক্তিযুদ্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতিবিরোধী তাদের অবস্থানকে স্পষ্ট করেছে বলে জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার এর পেছনের কুশীলবদের মুখোশ উন্মোচন করবে। সূত্র : যুগান্তর। আজকের তানোর