রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ১১:০৪ am

সংবাদ শিরোনাম ::
বদলে যাচ্ছে পুলিশ, স্থায়ী রূপ পাচ্ছে ‘পুলিশ কমিশন’ হাসিনার কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেফতার দেশের ক্রিকেট, ব্যর্থ বোর্ডের ব্যর্থ দল : লেখক, গুঞ্জন রহমান জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে : তারেক জিয়া নগরীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা তানোরে শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব সম্পাদক হাবিব নির্বাচিত নাচোলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নগরীতে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার নাচোলে কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের দাবি স্বজনদের রাজধানীতে কঠোর অভিযানের পরও বেপরোয়া অপরাধীরা মেঘনা নদীর পারে মানুষ বিক্রিতে ওরা কোটিপতি নির্বাচিত সংসদ ছাড়া করা যায় না সংবিধান পরিবর্তন : গয়েশ্বর সকল ধর্মের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই : সেনাপ্রধান কৃষক-বিজ্ঞানী সম্মেলনে মালয়েশিয়ায় স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে : আসিফ নজরুল দুর্গাপুরে ‘অরবিট কোচিং’ সেন্টারে এসএসসি প্রস্তুতি ক্লাসের উদ্বোধন কীর্তিমান আব্দুর রাজ্জাকের বীরত্ব আজও মনে পড়ে মুক্তিযোদ্ধাদের জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল রাজশাহীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার
নগরীতে মেয়রপ্রার্থী মুরশিদ আলমের পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে

নগরীতে মেয়রপ্রার্থী মুরশিদ আলমের পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুরশিদ আলমের হাতপাখা প্রতীক ছিঁড়ে ও খুলে ফেলার অভিযোগ করা হয়েছে। শনিবার (১০ জুন) বিকেলে ইসলামী আন্দোলনের প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ফয়সাল হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে সূত্রে জানা গেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনসহ অন্যান্য সিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যরা বারবার বলে আসায় আমাদের দল নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, রাজশাহীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থীর প্রচারণার ফেস্টুন বিভিন্ন জায়গায়, বিশেষ করে তালাইমারী মোড় থেকে রেলগেট পর্যন্ত ছিঁড়ে এবং খুলে ফেলা হয়েছে। এমনকি অনেক জায়গায় আমাদের ফেস্টুন খুলে সেই জায়গায় সরকারদলীয় প্রার্থীর ফেস্টুন-পোস্টার লাগানো হয়েছে বা হচ্ছে।’

লিখিত অভিযোগে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, ‘এমন অবস্থা বিরাজমান থাকলে রাজশাহী সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে আমিসহ আমার দলের নেতা-কর্মীরা শঙ্কিত।’

হাতপাখা প্রতীকের প্রার্থী মুরশিদ আলম বলেন, শনিবার সকালে তাঁরা ফেস্টুন পড়ে থাকতে দেখেন। অনেক জায়গায় ফেস্টুন ছিঁড়ে ফেলাও হয়েছে। আবার তাঁরা দেখেছেন, অনেক জায়গায় তাঁদের ফেস্টুন খুলে সরকারদলীয় প্রার্থীর ব্যানার লাগানো হয়েছে। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য শঙ্কার।

রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে ওই প্রার্থীর পক্ষে একজন অভিযোগ দিয়েছেন। যেহেতু ওই প্রার্থী আইন অনুযায়ী নির্বাচনী এখনো এজেন্ট নিয়োগ দেননি। তাই প্রার্থীকে অভিযোগটি আবার ঠিক করে দিতে বলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.