রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৫০ am
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে প্রতিপক্ষের দেওয়া আগুনে পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১০ জুন) সকাল ১০ টার সময় দুইজনের নাম উল্লেখ করে ক্ষতিগ্রস্ত পান বরজের মালিক নাজিমুদ্দিন বাদী মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার দিবাগত রাত ৩ টায় সময় উপজেলার মৌগাছি ইউনিয়নের মাখনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ ও এলাকায় সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মোহনপুর উপজেলার মাখনপুর গ্রামের নাজিমুদ্দিনের সাথে একই গ্রামের রেজাউল করিমের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
ক্ষতিগ্রস্ত পান বরজের মালিক নাজিমুদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গত এক সপ্তাহ আগে রেজাউল করিম তার লোকজন নিয়ে আমার পটলের খেত কেটে নষ্ট করে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় আমার উপর আরও ক্ষিপ্ত হয়ে উঠে রেজাউল করিম। ওই শত্রুতার জের ধরে শুক্রবার দিবাগত রাত ৩ টায় সময় রেজাউল করিম, ছেলে সাইরুল ইসলাম মিলে পান বরজে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পর রেজাউল করিম ও ছেলে সাইরুল ইসলামকে পালিয়ে যেতে দেখেছেন স্থানীয়রা।
মোহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পান বরজের প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. সেলিম বাদশাহ বলেন, নাজিমুদ্দিন দুইজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। রা/অ