সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:২৯ pm
মোহাম্মদ নবির অলরাউন্ড নৈপুণ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল আফগানিস্তান। আফগানদের বিপক্ষে ১৯৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে রশিদ খান ও মোহাম্মদ নবির স্পিন আর নাভিন উল হকের গতির মুখে পড়ে ১৭.১ ওভারে ১৪৮ রানে অলআউট জিম্বাবুয়ে ক্রিকেট দল। ৪৮ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় আফগানিস্তান।
দলের জয়ে ব্যাট হাতে ১৫ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৩ ওভারে ২০ রানে ২ উইকেট শিকার করেন মোহাম্মদ নবি। এছাড়া তিন আর দুটি করে উইকেট নেন লেগ স্পিনার রশিদ খান ও তরুণ পেসার নাভিন উল হক।
শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ নবি, করিম জানাত ও উসমান গনির ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেটে ১৯৩ রানের পাহাড় গড়ে আফগানিস্তান। ৩৮ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন করিম জানাত। ৩৪ বলে ৪৯ রান করেন গনি। মাত্র ১৫ বলে ৪টি ছক্কা ও দুটি চারের সাহায্যে ৪০ রান করেন অলরাউন্ডার মোহাম্মদ নবি।
টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় জিম্বাবুয়ে। প্রাথমিক এই ধকল সামলে ওঠার আগেই ৫৬ রানে নেই ৫ উইকেট। ষষ্ঠ উইকেটে রায়ান বুলের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন মুতুম্বামি। এরপর মাত্র ৩০ রানে ৫ উইকেট হারিয়ে ১৭.১ ওভারে ১৪৮ রানে অলআউট জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন রায়ান বুল। সূত্র : যুগান্তর। আজকের তানোর