বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৮:৫৪ am
নতুন অতিথি ঘরে তুললেন দুই বাংলার জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার দুপুরে একটি মার্সিডিস গাড়ি কিনেছেন তিনি। সাদা রঙের এ গাড়ির সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে খবরটি জানান এই অভিনেত্রী।
ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন‘বাড়িতে তোমাকে স্বাগতম।’ নুসরাত ফারিয়া নতুন অতিথিকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। এ অভিনেত্রী বলেন, ‘গাড়িটি আরো আগে কিনতে চেয়েছিলাম। কিন্তু মহামারির কারণে পারিনি। পরিকল্পনা ছিল মুম্বাই থেকে ফিরেই গাড়িটি কিনব।’ জানা যায়, নুসরাত ফারিয়া মার্সিডিজ-বেঞ্জ সিএলএ২০০ ২০২০’ মডেলের গাড়ি কিনেছেন।
বাংলাদেশে যার বাজার মূল্য ৮৫ লাখ টাকার মতো। ২০১৮ সালে নুসরাত ফারিয়া অডি এথ্রি মডেলের একটি গাড়ি কিনেছিলেন। তার আগে ব্যবহার করতেন টয়োটা জি করোলা। বঙ্গবন্ধুর বায়োপিকে ১৮-২৯ বছর বয়সী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। শুটিং শেষে কিছুদিন আগে মুম্বাই থেকে দেশে ফিরেন তিনি।
অন্যদিকে নুসরাত অভিনীত ওয়েব ফিল্ম ‘যদি…কিন্তু… তবুও…’ মুক্তি পাবে আগামী ৩০ মার্চ। তা ছাড়া বেশ কিছু সিনেমার কাজ তার হাতে রয়েছে। সূত্র : এফএনএস। আজকের তানোর