সমবার, ১৬ েপ্টেম্বর ২০২৪, সময় : ০১:০৫ pm
নিজস্ব প্রতিবেদক, চারঘাট :
রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে চারঘাট পাইলট উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
চারঘাট উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, সাইফুল ইসলাম দুলাল, সাংগাঠনিক সম্পাদক আলফার রহমান, চারঘাট পৌরসভার মেয়র পৌর আওয়ামী লীগের সম্পাদক একরামুল হক, জেলার সদস্য সাইফুল ইসলাম বাদশা, নকিবুল ইসলাম নবাব,নাসরিন আক্তার মিতা প্রমুখ।
বর্ধিত সভায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই কাজে স্বজনপ্রীতি নয়। যার জনসম্পৃক্ততা বেশী। যিনি সকলের নিকট গ্রহণযোগ্য। যিনি দলের আপদে বিপদে সব সময় নেতাকর্মীদের সঙ্গে কাধে কাঁধ মিলে কাজ করেছেন। এমন ব্যাক্তিদের চিহিৃত করতে ও দল যাকে মনোনয়ন দিবে তারপক্ষেই সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানো হয় বর্ধিত সভায়।
এছাড়াও দলীয় প্রার্থীর বিপক্ষে যারা কাজ করবে তাদের চিহিৃত করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। আজকের তানোর