সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:৩০ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে দুইদিন ব্যাপি স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ (৮ জুন) বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তানোর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেন।
তানোর উপজেলা প্রশাসন আর বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের যৌথ বাস্তবায়নে উপজেলার বিভিন্ন দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদর্শনীতে অংশ নেয় ১৩ স্টোল।
এসময় তানোর সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাতের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সিনিয়ন সাইন্টিফিক অফিসার আজিজুল হক, তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা: বার্নাবাস হাসদাক, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান ও তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম ফজলুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন মিয়া ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম।
এছাড়াও তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আর সুধীজনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অডিটোয়িামে ১৩টি স্টোল সাজিয়ে তারা তাদের উদ্ভাবনী বিষয় সকলের সামনে তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিষয় ভিত্তিক আলোচনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করা হয়। রা/অ