বুধবা, ২৫ েপ্টেম্বর ২০২৪, সময় : ০১:২৩ am

সংবাদ শিরোনাম ::
কোটায় ২৮৫ প্রতিবন্ধীকে নিয়োগ দিতে হাইকোর্টের রায় প্রকাশ তানোরে বিলকুমারী বিল থেকে একব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার নাচোলে ডেমোক্রেসি ওয়াচের উদ্বুদ্ধকরণ সভা নাচোলে ওলামা বিভাগের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত চাকরি স্থায়ীকরণসহ ৭ দফা দাবিতে রাকাব কর্মচারীদের মানববন্ধন তানোরে জাতীয়করনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান তানোরে রাস্তার পাশে সরকারি জলাশয় ভরাটের অভিযোগ তানোরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের নতুন কমিটি গঠন হাসিনা আমলের চেয়েও দুর্নীতি বেশি হচ্ছে : মোমিন মেহেদী বাগমারায় ইউপি চেয়ারম্যান মকবুল গ্রেফতার টিটিসির অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ দেশের সব নদ-নদী সুরক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি গঠন সভাপতি আলতাফ, সম্পাদক খায়ের মোহনপুরে কলেজের জমি দুই ছেলের নামে লিখে দিয়েছেন অধ্যক্ষ মোহনপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেশের তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু ভারতীয় সঞ্চালন লাইনে নেপাল থেকে বিদ্যুৎ আনছে সরকার ট্রাইব্যুনাল গঠন ও ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন নাচোলে গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠতি
তানোরে প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন

তানোরে প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে দুইদিন ব্যাপি স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ (৮ জুন) বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তানোর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেন।

তানোর উপজেলা প্রশাসন আর বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের যৌথ বাস্তবায়নে উপজেলার বিভিন্ন দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদর্শনীতে অংশ নেয় ১৩ স্টোল।

এসময় তানোর সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাতের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সিনিয়ন সাইন্টিফিক অফিসার আজিজুল হক, তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা: বার্নাবাস হাসদাক, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান ও তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম ফজলুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন মিয়া ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম।

এছাড়াও তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আর সুধীজনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অডিটোয়িামে ১৩টি স্টোল সাজিয়ে তারা তাদের উদ্ভাবনী বিষয় সকলের সামনে তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিষয় ভিত্তিক আলোচনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করা হয়। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.