শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:০৫ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ভোট গ্রহণ শেষ হয়। এখানে ১১টি পদের বিপরীতে ভোট প্রয়োগ করবেন ১০৪৫ জন ভোটার।
কেশরহাট বাজার বনিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন কেশরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাবের আলী মন্ডল, গার্মেন্টস ব্যবসায়ী সাদ আক্কাস ও ফিড ব্যবসায়ী আব্দুল মালেক বাবুল। সাধারণ সম্পাদক পদে মুদি ব্যবসায়ী শরিফুল ইসলাম, স্বর্ণ ব্যবসায়ী একরামুল হোসেন, কাপড় ব্যবসায়ী আবদুল খালেক ও বিভিন্ন পণ্যের পরিবেশক মিরাজ উদ্দিন। সাংগঠনিক সম্পাদক পদে গিফট কর্ণারের তাহসিন বিল্লাহ তাপস ও কাজী হাবিবুর রহমান মিঠু প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী সদস্যপদে চারজন প্রতিদ্বন্দ্বী হলেন সুতা ব্যবসায়ী এনামুল হক, পলিথিন ব্যবসায়ী মাসুদ রানা, কম্পিউটার ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান খালেদ ও গার্মেন্টস ব্যবসায়ী হেলাল উদ্দিন।
সরজমিনে দেখা যায়, কেশরহাট বাজার বনিক সমিতির নির্বাচন কে ঘিরে বাজার জুড়ে চলছিল উৎসবের আমেজ। সকল ব্যবসায়ীরা আজ একত্রিত হয়ে আনন্দ উপভোগ করছিলেন। কেশরহাট বাজারের উপরে ও কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে প্রার্থীরা নিজ উদ্দোগ্যে বসার ব্যবস্থাও করেছেন। এদিকে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ও নির্বাচন সুষ্ট রাখতে সহোযোগিতা করছেন মোহনপুর থানা পুলিশ।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার রুস্তম আলী প্রাং বলেন, সকাল ৮টা হতে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। রা/অ