বৃহস্পতিবর, ১২ িসেম্র ২০২৪, সময় : ১২:৩৯ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে সাব-রেজিষ্টার মমতাজ বেগমকে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ (৬ জানুয়ারী) বুধবার সকালে দলিল লেখক সমিতি ও সাব-রেজিষ্ট্রি অফিস কর্মচারীদের যৌথ উদ্যোগে তাকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এউপলক্ষে তানোর সাব-রেজিষ্ট্রি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ন-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ মহিদুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন তানোর দলিল লেখক সমিতির আহবায়ক ফাইজুল ইসলাম। সমিতির সদস্য সচিব খাইরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তানোর সাব রেজিষ্ট্রি অফিসের (সদ্য অবসর নেয়া) বিদায়ী সাব-রেজিষ্ট্রার মমতাজ বেগম।
এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি তাছির উদ্দীন, ওমর আলী, আক্তার হোসেন ও সমিতির সাবেক সহসভাপতি দুলাল মাহমুদ। সিনিয়র দলিল লেখক আরসাদ আলী, আব্দুস সামাদ, বিআরডিপির চেয়ারম্যান ও দলিল লেখক আব্দুস সালাম, আকরাম আলী, ফয়েজ উদ্দিন, রায়হান আলী, আব্দুর রাজ্জাক ও উত্তম কুমার প্রমুখ।
অপরদিকে, অফিসের নকল নবিশ সমিতির উদ্যোগে পৃথক ভাবে সংবর্ধনা দেয়া হয়। এসময় নকল নবিশ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির ক্যাশিয়ার শাহাদৎ হোসেন, অফিস সহকারী নিলুফা ইয়াসমিন প্রমুখ।