সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩৩ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে তালন্দ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলোচিত মেম্বার খলিলুর রহমান খলিলের দৌরাত্ন্যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই মেম্বারের বিরুদ্ধে শুধু ক্ষমতার অপব্যবহার নয়, তার বিরুদ্ধে জোরপূর্বক গাছ নিধনের অভিযোগও রয়েছে।
এঘটনায় গত ৬ জুন মঙ্গলবার নারায়নপুর গ্রামের বাসিন্দা মৃত ইসমাইল হোসেনের পুত্র আব্দুল মতিন বাদী হয়ে ইউপি মেম্বার খলিলসহ ৪ জনকে বিবাদী করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুল মতিনের ভোগদখলীয় সম্পত্তির ওপর থেকে মেম্বার খলিল তালগাছ, আমগাছ, খেজুরগাছ, নিমগাছ ও কড়ই গাছসহ প্রায় লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ জোরপূর্বক কেটে সাবাড় করেছেন।
প্রত্যক্ষদর্শী শরিফুল, হাসেন ও রফিকুল বলেন, সম্প্রতি ৫ জুন সোমবার মেম্বার খলিল লাঠিয়াল বাহিনী নিয়ে ফিল্মি-স্টাইলে এসব গাছ কেটেছেন। এসময় যারা বাধা দিতে গেছেন তাদের লাঠি পেটা করা হয়েছে। বাদ যায়নি ৬০ বছরের বৃদ্ধাও। তাদের মারপিট ও শ্লীলতাহানির শিকার হয়েছেন নারীরাও।
এবিষয়ে ওই ইউপি মেম্বার খলিলুর রহমান খলিল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের রাস্তা তৈরীর জন্য কয়েকটা গাছ কাটা হয়েছে। এসব গাছ মসজিদে দেয়ার কথা রয়েছে। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিবা সিফাত বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে, এবিষয়ে উপজেলার তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু বলেন, রাস্তা তৈরি বা গাছ কাটার বিষয়ে তিনি কিছুই অবগত নন।
তিনি আরও বলেন, অভিযোগ সত্যি হলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া প্রয়োজন, যা দেখে অন্যরা শতর্ক হবেন বলে জানান তিনি। তা/অ