বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ১১:১৮ pm

সংবাদ শিরোনাম ::
তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রাননাশের হুমকির মুখে সাংবাদিকরা রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন তানোর থানায় দালালের দৌরাত্ন্য বৃদ্ধি, অসহায় মানুষ দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪ রাজনীতি ও নির্বাচন থেকে আ.লীগকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ অর্ন্তবর্তী সরকারকে নিরপেক্ষ না হওয়ার আহ্বান বিএনপি নেতাদের তানোরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সাম্প্রতিক সময়ে অটোরিকশা বন্ধের দাবিতে সচেতন নাগরকবাসী
বন্দরে আমদানি শুরু হতেই আরও কমল পেঁয়াজের দাম

বন্দরে আমদানি শুরু হতেই আরও কমল পেঁয়াজের দাম

ডেস্ক রির্পোট :
বন্দর এলাকা হিলি, জয়পুরহাট, বগুড়া-খাতুনগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ। দেশের বিভিন্ন জায়গায় ভারতের পেঁয়াজ আসার খবরে পেঁয়াজ ভান্ডার খ্যাত জেলা পাবনায় আরেক দফায় কমেছে পেঁয়াজের দাম। এদিকে, দাম আরও কমার আশঙ্কায় দুশ্চিন্তায় দিন পার করছেন চাষিরা।

মঙ্গলবার (৬ জুন) পাবনার বেশকিছু পেঁয়াজ হাট ঘুরে দেখা যায়, একটু একটু করে কমছে পেঁয়াজের দাম। তবে ভারত থেকে আসা পেঁয়াজের খবরে বড় দরপতন ঘটেছে হাটগুলোয়। এতে চাষিরাও হাটে পেঁয়াজ কম আনতে শুরু করেছেন। কেউ কেউ বিক্রি করতে এনেও ফিরিয়ে নিয়ে যাচ্ছেন।

পাবনার বড় পেঁয়াজের হাট হাজিরহাটে গিয়ে দেখা যায়, ভোরে গাড়ি এবং বস্তা মাথায় করে পেঁয়াজ নিয়ে হাটে ঢুকছেন চাষিরা। দেশি ভালো পেঁয়াজ প্রতি মণ পাইকারি বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫শ’ টাকায়। যার প্রতি কেজি দাম দাঁড়ায় ৬০ থেকে সাড়ে ৬২ টাকা। অন্যদিকে এ পেঁয়াজ প্রতি মণ খুচরা বিক্রি হচ্ছে ২৭ থেকে ২৮শ’ টাকায়। যার প্রতি কেজি দাম দাঁড়ায় সাড়ে ৬৭ থেকে ৭০ টাকা। কেউ কেউ বিক্রি করছেন ৭৫ থেকে ৮০ টাকায়ও। কিছুদিন আগেও পেঁয়াজের কেজি বিক্রি হয়েছে ৯০ টাকায়।

চাষি ও ব্যবসায়ীরা জানান, গত হাটেও (২-৩ দিন আগে) পেঁয়াজের প্রতি মণ দাম ছিল ৩ হাজার ৪শ’ থেকে ৩ হাজার ৫শ’ টাকা। সে হিসেবে ২-৩ দিনের ব্যবধানে প্রতি মণ পেঁয়াজে প্রায় ৭ থেকে ৮শ’ টাকা দাম কমেছে। এ দরপতন আরও হলে ভোক্তাদের যেমন স্বস্তি মিলবে, অন্যদিকে লোকসানজনিত দুশ্চিন্তার কারণ হবে চাষিদের জন্য।

সদর উপজেলার চর বলরামপুরের পেঁয়াজ চাষি হান্নান মণ্ডল বলেন, সকালে পেঁয়াজ হাটে এনেছিলাম। ভারতের পেঁয়াজ দেশে ঢোকার খবরে পেঁয়াজের দাম অনেক কম। দাম যদি আরও কমে তবে লোকসানের মুখে পড়তে হবে। অন্যদিকে পেঁয়াজ বেশিদিন ঘরে রাখার সুযোগও নেই। পচন ধরে নষ্ট হয়। দুদিক থেকেই আমরা বিপদগ্রস্ত। আমাদের লোকসান যেনো না হয় সরকার যদি বাজারে পেঁয়াজের এমন একটা নির্দিষ্ট দাম বেধে দেয় তবে সবার জন্যই ভালো।

অন্যদিকে পেঁয়াজ আমদানির খবরে দাম কমার বিষয়টিকে মাথায় রেখে খুচরা ক্রেতারা পেঁয়াজ ক্রয় করছেন কম। তাদের ধারণা দাম হয়তো আরও কমবে এবং তখন বেশি করে কেনা যাবে। এতে দুর্মূল্যের এই বাজারে কিছুটা সাশ্রয় হবে।

পেঁয়াজ ব্যবসায়ী আতাহার আলী জানান, আমরা যেমন কিনি তেমন বিক্রি করি। তবে দাম যদি নির্ধারিত হতো তবে কেনা ও বেচা উভয়ই সহজ হতো। যদি বাজার নিয়ন্ত্রণ না হয় তবে আমদানিকৃত পেঁয়াজ শেষ হলে দাম আবার কয়েকগুণ বাড়বে। সেই দাম ক্রেতাদের জন্য অতিরিক্ত বেশি হয়ে যাবে।

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দিন বলেন, পেঁয়াজ প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য। রান্নার কাজে বেশি ব্যবহৃত হয়। এটা আসলে ব্যবসায়ীদের কারসাজি। তারা চাষিদের কাছ থেকে পেঁয়াজ কিনে নিজেরা সুযোগ বুঝে ইচ্ছেমত দাম বাড়ায়। ভারত থেকে পেঁয়াজ আমদানিতে বর্তমানে বাজারে পেঁয়াজের দাম নিম্নমুখী। চাষিরাও পেঁয়াজের ভালো দাম পেয়েছে। আশা করি পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকবে। সূত্র : চ্যালেন২৪ডটকম

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.