শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৩৪ am
শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, (চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় ৪ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার সকাল ৯টা হতে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে পৃথক মেয়াদে আদালতের বিচারক তাদের কারাদ-ের আদেশ দেন।
আটক মাদক ব্যবসায়ী গোমস্তাপুর উপজেলার নুনগোলাকেডিসিপাড়ার হাফিজের ছেলে রাহুল (২৫) ও মাদক সেবনকারীরা হলেন- একই উপজেলার রহনপুর নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে জসিম উদ্দীন (৩৮), কাঞ্চনতলা গ্রামের আসর উদ্দিনের ছেলে সাইদ (৩৬), নুনগোলা কেডিসিপাড়ার হাফিজের ছেলে আব্দুর রহিম (৩০) ও একই গ্রামের হাফিজের স্ত্রী রেখা বেগম (৫০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আশরাফুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আশিস মোমতাজ নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে জসিম উদ্দীনকে ৪ মাসের বিনাশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদ-, সাইদকে ২ মাসের বিনাশ্রম কারাদ- ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদ-, আব্দুর রহিমকে ৭ মাসের বিনাশ্রম কারাদ- ও ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদ-, রেখা বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
তবে, ব্যবসায়ী রাহুলের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি মাদকের মামলা রুজু করা হয়। আজকের তানোর