সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫২ pm
ইমরান হোসাইন :
রাজশাহীর তানোর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও নকল নবিসদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার সময়সূচি মোতাবেক আজ ৫ (জুন) সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তানোর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন শেষে শুভেচ্ছা বক্তব্য দেন, রাজশাহী জেলা রেজিস্ট্রার জনাব মো. মতিউর রহমান।
এসময় তানোর সাব-রেজিস্ট্রার তৌহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জেলার চারঘাট উপজেলার সাব-রেজিস্ট্রার খালেদা পারভীন ও বাঘা উপজেলার সাব-রেজিস্ট্রার এন এ এম নকিবুল আলম।
তানোর সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিস উজ্বল কুমার প্রামানিক ও কানিজ ম্যানোলার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, তানোর দলিল লেখক সমিতির সভাপতি ফাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, কোষাধ্যক্ষ সোহেল রানা, দলিল লেখক রায়হান আলী, উমর আলী, দুলাল হোসেন, মুনজুর রহমান, দেলোয়ার হোসেন, সাইদ সাজু, ইমরান হোসাইন ও আব্দুস সবুর প্রমুখ।
আর নকল নবিস শাহাদাৎ হোসেন, জাহাঙ্গীর হোসেন, অলক কুমার, আবদুল খালেক ও মোহরার সাইফুল ইসলাম ছাড়াও অফিস স্টাফ ও বিপুল সংখ্যক দলিল লেখকগণ উপস্থিত ছিলেন। রা/অ