বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৭:৫৩ am
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০০ শয্যার এ হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের লোকজন রোগীদের সরিয়ে নেয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সিগারেট থেকেই এ আগুনের উৎপত্তি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এর আগে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয়তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লাগার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডের সামনে খোলা জায়গায় আগুন লাগে। এতে পুরো ওয়ার্ড আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় হাসপাতালে রোগী ও তাদের স্বজনরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথমে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মেহফুজ তানভীর জানান, তারা রোগীদের নিরাপদ স্থানে নিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সিগারেট থেকেই এ আগুনের উৎপত্তি বলে জানান তিনি।
এদিকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোজাহিদুল ইসলাম বলেন, চতুর্থতলায় মহিলা মেডিসিন ওয়ার্ডের পাশে বেশ কিছু বর্জ্য ও পুরাতন কাপড়-চোপড় ছিল। সেখানেই কেউ ধূমপান করে সিগারেট ফেলে দেয়ার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয়তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লাগার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে আইসিইউতে আগুন লাগে। পরে রোগীদের স্থানান্তর করে মেডিকেলের অন্য ভবনে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, হাসপাতালের নতুন ভবনের তৃতীয়তলায় বুধবার সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস কর্মীরা বেলা সাড়ে ৯টার দিকে তা নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুন লাগার পর আইসিইউ ওয়ার্ড থেকে ১৪ জন রোগীকে অন্য আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। তাদের মধ্যে তিনজন মারা গেছেন। সূত্র : যুগান্তর। আজকের তানোর