শনিবর, ২৭ জলাই ২০২৪, সময় : ০৭:৫৩ pm

সংবাদ শিরোনাম ::
কোটা সংস্কার সহিংসতায় গুলিবিদ্ধ আরও দুই শিক্ষার্থীর মৃত্যু নগরীতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ৫ হতাহতের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা প্রধানমন্ত্রীর নাচোলে শিক্ষক সমিতির নির্বাচনে আজিজুর সভাপতি ও আবু সায়েম সম্পাদক সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে সাবেক ডাকসু নেতা আখতার আটক রাজধানীতে রীরমুক্তিযোদ্ধা সমাবেশ বৃহস্পতিবার গাজায় ইসরাইল বাহিনীর হামলায় নিহত ৫০ রাবি অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা, দুপুর ১২টায় হল ত্যাগের নির্দেশ অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা সরকারি চাকরিতে কোটা আন্দোলন : সারাদেশে সংঘর্ষ, নিহত ৫ বিভাগীয় পর্যায়ে রাজশাহীতে সংবর্ধিত হলেন পাঁচ শ্রেষ্ঠ জয়িতা নাচোল উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা ছাগলের পিপিআর ভ্যাকসিন ক্রয়ে ৩০ কোটি টাকা লোপাট কোটাবিরোধী আন্দোলকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৮০ বাগমারায় এনজিকর্মীর আপত্তিকর ভিডিও ধারণে ৩ জন গ্রেফতার আরইউজের সদস্য হতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান ছাত্রলীগের তিন নেতার পদত্যাগ, ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ নাচোলে সাবেক প্রেসিডেন্ট এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোটা বিরোধী আন্দোলনে রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ঢাকার পর এবার এম আব্দুর রহিম মেডিকেলে আগুন

ঢাকার পর এবার এম আব্দুর রহিম মেডিকেলে আগুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০০ শয্যার এ হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের লোকজন রোগীদের সরিয়ে নেয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সিগারেট থেকেই এ আগুনের উৎপত্তি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এর আগে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয়তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লাগার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডের সামনে খোলা জায়গায় আগুন লাগে। এতে পুরো ওয়ার্ড আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় হাসপাতালে রোগী ও তাদের স্বজনরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথমে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মেহফুজ তানভীর জানান, তারা রোগীদের নিরাপদ স্থানে নিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সিগারেট থেকেই এ আগুনের উৎপত্তি বলে জানান তিনি।

এদিকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোজাহিদুল ইসলাম বলেন, চতুর্থতলায় মহিলা মেডিসিন ওয়ার্ডের পাশে বেশ কিছু বর্জ্য ও পুরাতন কাপড়-চোপড় ছিল। সেখানেই কেউ ধূমপান করে সিগারেট ফেলে দেয়ার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয়তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লাগার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে আইসিইউতে আগুন লাগে। পরে রোগীদের স্থানান্তর করে মেডিকেলের অন্য ভবনে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, হাসপাতালের নতুন ভবনের তৃতীয়তলায় বুধবার সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস কর্মীরা বেলা সাড়ে ৯টার দিকে তা নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুন লাগার পর আইসিইউ ওয়ার্ড থেকে ১৪ জন রোগীকে অন্য আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। তাদের মধ্যে তিনজন মারা গেছেন। সূত্র : যুগান্তর। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.