বৃহস্পতিবর, ১৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৪১ pm
বিনোদন ডেস্ক :
ছোটপর্দা দিয়ে বিনোদন ভুবনে নাম লেখালেও বিদ্যা সিনহা সাহা মিম গত কয়েক বছর ধরে রুপালি পর্দাতেই বেশি নিয়মিত। সেই সঙ্গে ওটিটিতেও নাম লিখিয়েছেন এ অভিনেত্রী। আসন্ন ঈদণ্ডউল-আজহায় ওটিটি আর বড়পর্দা দুই জায়গায়ই বাজিমাত করতে প্রস্তুত মিম। ঈদণ্ডউল-আজহা উপলক্ষে আগামী ২২ জুন ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ওয়েব সিরিজ “মিশন হান্টডাউন”।
এখানে মিমের সঙ্গে দেখা যাবে অভিনেতা এফ এস নাঈম। যৌথভাবে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ইতোমধ্যেই “মিশন হান্টডাউন” ওয়েব সিরিজটির প্রচারণা শুরু হয়েছে। প্রচারণার অংশ হিসেবে গত শুক্রবার “মিশন হান্টডাউন” ওয়েব সিরিজটির প্রথম অফিসিয়াল পোস্টার এবং মুক্তির তারিখ প্রকাশ করা হয়েছে। পোস্টারে দেখা যায়, হিজাব পরিহিত অবস্থায় ক্লান্ত, চিন্তাগ্রস্থ মিম। অন্যদিকে, তীক্ষ্ণ চাহনিতে পিস্তল হাতে রয়েছেন এফ এস নাঈম। “মিশন হান্টডাউন ওয়েব সিরিজে মিমকে দেখা যাবে নীরা চরিত্রে।
নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে তিনি জানান, নীরা তার পছন্দের মানুষকে বিয়ে করেছিলেন। আশা ছিল, সংসার অধ্যায় সুখে-শান্তিতে কাটবে। কিন্তু নিয়তির চাল ভিন্ন। বিয়ের দুই মাস পরই স্বামী নিখোঁজ! এরপর স্বামীকে খুঁজতে শুরু হয় তার মিশন।” বিদ্যা সিনহা সাহা মিম বলেন, “এর আগে ওয়েব সিরিজে কাজ করলেও হইচইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। অনেক বড় পরিসরে কাজটি করা হয়েছে। আর চরিত্র সম্পর্কে যতটুকু বলা হয়েছে, এর বাইরে কিছু বলতে চাই না। সিরিজেই সব কিছু পরিষ্কার হবে দর্শকের কাছে। তবে এটুকু আশ্বাস দিতে পারি, চমৎকার একটি কাজ হয়েছে।”
এদিকে, আসন্ন ঈদণ্ডউল-আজহায় মুক্তি পাবে বিদ্যা সিনহা সাহা মিম অভিনীত সিনেমা “অন্তর্জাল”।“অন্তর্জাল” সিনেমায় মিমকে দেশের সুরক্ষার জন্য সর্বদা অন্তর্জালে লড়াই করা এক সাইবার যোদ্ধার ভূমিকায় দেখা যাবে। এ প্রসঙ্গে মিম বলেন, “এই ছবির জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রায় দুই মাস শুটিং করেছি। এর বাইরে অনেক রিহার্সাল করতে হয়েছিল। কেননা ছবিতে অনেক কঠিন সংলাপ ও দৃশ্য রয়েছে। যেগুলো আগে থেকে অনুশীলন করে আয়ত্বে আনতে হয়েছিল। শুটিং শেষে ছবিটার সম্পাদনা-ভিএফএক্সেও লম্বা সময় লেগেছে। তাই দর্শকের কাছে আহ্বান থাকবে, ঈদে যেন সময় করে ছবিটা দেখতে আসেন।”
মোশন পিপল স্টুডিওর ব্যানারে নির্মিত এবং দীপংকর দীপন পরিচালিত সিনেমাটিকে বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ফিল্ম বলা হচ্ছে। নতুন ধারার সিনেমা বলে দীর্ঘ সময় নিয়ে ও বড় আয়োজনে ছবিটি নির্মিত হয়েছে। এতে মিমের সঙ্গে আরও দেখা যাবে সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান প্রমুখকে। সূত্র : এফএনএস