শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১১:৫৪ pm
এম এম মামুন,নিজস্ব প্রতিবেদক :
আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগ ও ১৪ দল মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জুন) সকাল ১১ টা থেকো পৌনে ১ টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে তিনি তার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন।
নির্বাচনী ইশতেহারে রয়েছে :
বেকারত্বের হ্রাসে কর্মসংস্থান, সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি, কৃষি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কোলকাতা বাস, ট্রেন ও বিমান চলাচলসহ ১০টি খাতে ১০৫ দফা ইস্তেহার ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর উন্নয়নের জন্য ১০৫ দফা উন্নয়ন ভাবনা কথা মাথায় রাখা হয়েছে। এর মধ্যে মানবসম্পদ সৃষ্টি ও শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ৭ দফা, স্বাস্থ্য সেবা ক্ষেত্রে ২৮ দফা, শিল্প ব্যবসা-বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন ক্ষেত্রে ২৯ দফা, ক্রিয়া সংস্কৃতি ও মননচর্চার ক্ষেত্রে ১৪ দফা, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উদ্যোগের ক্ষেত্রে ৫ দফা, জলবায়ু পরিবেশ ও বিনোদন অবকাঠামো উন্নয়নের ৭ দফা, প্রতিবন্ধী ও অনগ্রসর শ্রেণীর মানুষের উন্নয়নে ৫ দফা, মুক্তিযুদ্ধ ও ঐতিহ্য সংরক্ষণের ছয় দফা, রবিন ও শিশুদের জন্য বিশেষ প্রণোদনা ক্ষেত্রে ৫ দফা ও সামাজিক সুরক্কগা ও নারী উন্নয়নে ৩ দফা।
লিটন আরও বলেন, রাজশাহী উন্নয়নের পাশাপাশি বেকারত্ব দূর করার লক্ষে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাকে ৩৫০ বর্গ কিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এছাড়াও রাজশাহী শহরের পাশে জেগে ওঠা পদ্মার চরে রিভারর্সিটি নির্মাণ করা হবে।
তিনি বলেন, রাজশাহী কলকাতা ট্রেন, রাজশাহী কলকাতা বিমান ও রাজশাহী কলকাতা সরাসরি বাস সার্ভিস চালু করা হবে। এছাড়াও রাজশাহী নেপাল ট্রেন চালু করা হবে।
তিনি আরও বলেন, নাগরিকদের স্বাস্থ্যসেবা খাতকে অনলাইনের আওতায় আনা হবে। রাজশাহী সদর হাসপাতালকে পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নতি করন। আধুনিক বর্জ্য রিসাইকেল প্লান্ট নির্মান করা হবে। রাজশাহীতে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র নির্মাণ করা হবে। মিনি সাফারি পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রতিবন্ধীর জন্য পৃথক ক্রিয়া ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপন। আটিস্টিক শিশুদের জন্য শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও প্রবীনদের জন্য সরকারি ও বেসরকারি হাসপাতাল গুলোতে বিশেষ হেল্প ডেস্ক স্থাপন করা হবে।
নির্বাচনী ইশতেহার ঘোষণা সময় বাংলাদেশ আওয়ামী লীগ ও ১৪ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। রা/অ